স্বপ্ন গুলো যেন দিন দিন চোরাবালি হয়ে যাচ্ছে
আর আমি তাতে তলিয়ে যাচ্ছি প্রতিনিয়ত-
স্বপ্ন নাকি ঘুমিয়ে দেখা যায়,
স্বপ্ন নাকি গভীর রাত্রে আসে।
কিন্তু দিন-দুপুরে প্রখর রোদ্রে,
অবিশ্রান্ত শ্রাবনের প্রতি মুহূর্ত যে
আমার স্বপ্ন দিয়ে ঘেরা।
স্বপ্ন দেখি হলুদ খামের উড়ো চিঠির,
স্বপ্ন দেখি নীল পদ্মের,
স্বপ্ন দেখি সাদা ঘোড়াই চরা রাজপুত্রের
জানি এত সবই দিবা স্বপ্ন,কল্পনার ফসল।
তবুও এই স্বপ্ন সব যেন ভুলিয়ে দিচ্ছে
ভুলে গেছে কবিতা লিখতে
অবিন্যস্ত হয়েছে গল্পের কথা।
উপন্যাসের নেশা হার মেনেছে
অলীক স্বপ্নের সুখের কাছে।
আমি দিন দিন সত্যি হারিয়ে যাচ্ছি,
তলিয়ে যাচ্ছি-
স্বপ্নের চোরাবালিতে।