অপূরণ স্বপ্ন,অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতা,
পাথরের মতো জমে থাকা ব্যার্থতা,
কণ্টকময়ী কিছু আশা
আমায় ভেঙে-চুরে দিক।
আমায় নিঃস্ব করে দিক।
তবু বার বার স্বপ্ন দেখবো,
বারবার প্রত্যাশা করবো,
হাজারবার ভালোবাসবো।
বিধাতা প্রতিদিন ছড়িয়ে দেয়-
এত রোশনাই,এত সুন্দরতা
এত আকর্ষণ,এত মধুরতা।
তবে মুখ ফিরিয়ে থাকি কিভাবে!
আমি তো অন্ধ নই!
আমি তো হৃদয়হীনাও নই!
তবে কেন ভালোবাসবো না?
কেন স্বপ্ন দেখবো না?
কেনই বা ছন্দ মেলাবনা?
কারণে-অকারণে যতবারই
নিঃস্ব হয় না কেন-
বেঁচে থাকার সাধে
পরাজয়ের আলহ্লাদে,
বিশ্বাসে-অবিশ্বাসে
হতাশা আর দীর্ঘশ্বাসে,
রাঙাবো আমার শহর
সাজাবো তাসের ঘর।