পেতাম যদি ইচ্ছেডানা মেঘবলাকা হয়ে...
বার্তা আমার পৌঁছে দিতাম তোমার কাছে গিয়ে।
উজাড় করে দিতাম আমার সকল অনুভূতি,
চোখের মাঝে সাজিয়ে নিতাম তোমার প্রতিকৃতি।


ব্যস্ত সকাল,অলস দুপুর,রঙীন বিকেলবেলা,
যখন আমার হৃদমাঝারে দিয়ে যেত দোলা---
চোখের মাঝে সাজিয়ে রাখা তোমার ছবিখানা,
সঙ্গী হয়ে মনের মাঝে করত আনাগোনা।


পেতাম যদি ইচ্ছেডানা দোয়েলপাখী হতাম,
উড়ে উড়ে,ঘুরে ঘুরে তোমার বাড়ী যেতাম।
রবির আলো যখন তোমার পড়ত চোখের পরে,
দুষ্টু শিসে ঘুম ভাঙাতাম মিষ্টি সুরে সুরে।


ঘুমভাঙা ঐ দৃষ্টি তোমার,ঘুমের অলসতা,
কত কথা বলে দিত ভেঙে নীরবতা|
যখন আমি উদাস হয়ে থাকতাম আনমনে,
নীরব সেসব চোখের ভাষা পড়ত আমার মনে।


পেতাম যদি ইচ্ছেডানা বাতাস হতাম আমি,
সারাটিদিন তোমার সাথে করতাম পাগলামি।
গুছিয়ে রাখা তোমার সবই হত এলোমেলো
অবাক হয়ে ভাবতে বসে কেন এমন হলো?


মুখের উপর পড়ত এসে বিরক্তি একরাশ,
ভাবতে বসে দুষ্টু হাওয়ার এ কেমন পরিহাস!
ভাবতে বসে তোমার কথা এসব মনে হতো,
নিঃসঙ্গ দিন-রাত্রিগুলো দিব্যি কেটে যেতো।


-------------কুয়াশা---------------