উড়ছে আকাশে ধর্মের ধ্বজা
করো করো সবে সাজ,
দিকে দিকে দেখো বিশ্বজয়ের
ডঙ্কা বাজছে আজ।


রক্তের হোলি খেলেনি তো কেউ
যুদ্ধের ময়দানে,
যোদ্ধাই শুধু রক্তে রেঙেছেন
শান্তির জয়গানে।


অহিংসা আর করুণার বানী
ছিল তাঁর হাতিয়ার,
তাইতো তাঁকে আঘাত সইতে
হয়েছিল বারবার।


সুপ্ত চেতনা জাগালেন তিনি
ঘোচালেন ভেদাভেদ,
বাইবেলে তাই ধ্বনিত হয়েছে
উপনিষদ আর বেদ।


যুগ যুগ ধরে অমৃত সুধা
করেছেন বিতরণ,
সুধার পরশে প্রাণ পেয়েছে
কতো নীচ,অভাজন।


মানুষের তরে জীবন দিয়েছেন
সয়েছেন অপমান,
হৃদয় মাঝারে অমর হয়েছেন
হয়েছেন মহাপ্রাণ।


খ্রীষ্ট মন্ত্রে দীক্ষা দিয়েছেন---
জীবনে জ্বলেছে আলো,
সংকীর্ণ মনের গহনের
ঘুচে গেছে সব কালো।


পরমপিতার জন্মদিনের আজ
এই শুভক্ষণে,
প্রার্থণা করি শান্তি আসুক
পৃথিবীর সব কোণে।


কুয়াশা


****বড়দিনের অনেক শুভেচ্ছা নেবেন কবিবন্ধুরা****