আকাশে আজ মেঘের ঘটা,
বর্ষা মুষল ধারা।
দৃষ্টিটা আজ ভিজিয়ে দিলো
বৃষ্টি পাগলপারা।


সুদূরপানে ঝাপসা আকাশ,
ঝাপসা পটভূমি।
গগনতলে উঠছে বেজে
মেঘের প্রতিধ্বনি।


বৃষ্টি ভেজা মাটির সুবাস,
হাসনুহানার ঘ্রাণ।
বৃষ্টি ফোঁটায় হৃদয় যেনো
পেলো নতুন প্রাণ।


সারাটি দিন রিম ঝিম ঝিম,
টাপুর টুপুর সুর।
মনটাকে আজ উদাস করে
ডাকছে বহুদূর।


পথে ঘাটে জল থৈ থৈ
পুকুর জলে ভরা,
অবিশ্রান্ত বৃষ্টি তবু
ঝরে অঝোর ধারা।


ছোটবেলার কত কথা
পড়ছে মনে আজ,
কাগজেরই নৌকা ভাসাই
ভুলে সকল কাজ।


একটুখানি ভিজতে চাওয়া
নানান অজুহাতে,
বৃষ্টি পড়ার শব্দ শোনা
ঘুম না আসা রাতে।


ছোটবেলা হারিয়ে গেছে
গেছে সেসব দিন,
বৃষ্টি তবু একই আছে
থাকবে চিরদিন ।

*********** কুয়াশা **************