প্রথম যেদিন বলেছিলে,  "ভালোবাসি"....
সময়টা ছিল মধ্যরাত্রি।কেন জানিনা হাসি
পেয়েছিল।অদ্ভুত এক ব্যস্ততায় উজাড়
করেছিলে মনের আবেগ।অশান্ত, দুর্বার
ছিল সে আবেগ।পছন্দ হয়নি আমার।
ছদ্ম অভিমানে বলেছিলাম,"এ কি আবার?
প্রেম নিবেদন বুঝি এমনি করে হয়?"
তোমাকে পেয়ে বসেছিল অজানা এক ভয়।
কাঁপা গলায় বলেছিলে,"তবে কেমন করে হয়?"
বলেছিলাম,"যে আবেগে কন্ঠ কেঁপে যায়,
রাতের বেলার ঘুম হারায়,হৃদয় চায়
সান্নিধ্য-- সেই আবেগে বলো সেই
মধুমন্ত্র।হৃদয় সুধার পরশেই
গড়ে তোলো তার প্রত্যেক অক্ষর,
কন্ঠে আনো নিবিড়তা আর তারপর..............
হলোই বা দূরভাষ উজাড় করে দাও সব আবেগ।
ওপ্রান্ত থেকে ভেসে এল,"ভালোবাসি"..নেই বেগ,
নেই গতি শান্ত এক নদীর মতো সে কন্ঠস্বর।
কানে এল মধুক্ষরা সেই চারটি অক্ষর।
আর আমি--হ্যাঁ,ঠিক সেই মুহুর্তে মন হারালাম,
ভাষা হারালাম,সব হারিয়ে নিঃস্ব হলাম।
মনে ধ্বনিত হল সুমধুর বসন্ত রাগ--
গায়ে লাগল শিহরণ,তবে কি অনুরাগ
একেই বলে?এই কি তবে মনের ভাষা?
এই সুমধুর বেদনাই কি "ভালোবাসা"?


+++++++++কুয়াশা+++++++++++