জড়িয়ে আছো চোখের তারায়,
জড়িয়ে আছো মনে,
জড়িয়ে আছো জীবন খাতায়,
আছো হৃদয় কোনে।


বাতাস যেমন জড়িয়ে থাকে
তেমনি আছো তুমি,
তোমায় পেয়ে ধন্য হল
জীবন মরুভূমি।


মাগো তুমি চাঁদের আলো
মরুদ্যানের জল,
দারুন রোদে গাছের ছায়া,
আমার মনের বল।


জীবন পথে হোঁচট খেলে
হাতটা ধরো এসে,
দুখের দিনে জড়িয়ে থাকো
আমায় ভালোবেসে।


ভীড়ের ভিতর যখন আমি
একলা হয়ে যাই,
হাত বাড়ালেই মাগো আমি
তোমায় খুঁজে পাই।


ঘুম না এলে রাতের বেলায়
আমার কাছে এসে,
রাজা-রাণীর গল্প শোনাও
মাথার কাছে বসে।


চলতে চলতে যখন আমি
হারিয়ে ফেলি আশা,
প্রদীপ হয়ে আলো দেখায়
তোমার ভালোবাসা।


ধন্য তুমি বিশ্বপিতা,
ধন্য তোমার দান,
মায়ের কোলে জন্ম দিলে,
দিলে আমার প্রাণ।


দুহাত জুড়ে চাইছি প্রভু
পূর্ণ করো আশা,
পূরণ যেন করতে পারি
মায়ের অভিলাষা।


কুয়াশা