আগুনরঙা পলাশ ফুলে,
দখিন বাতাস ছন্দ তুলে,
বলছে যেন হেলে দুলে,
আজকে সকল দুঃখ ভুলে,
লহর তোলো প্রাণের কূলে,
বসন্ত আজ কলরোলে,
ডাক দিয়েছে আমের বোলে,
লাল শিমুলের অন্তরালে,
কোকিল ডাকে ডালে ডালে,
আজকে কেন হৃদয় দোলে?
কেন সে তার রাস্তা ভোলে?
যায় হারিয়ে কোথায় চলে,
যাওয়ার সময় যায়না বলে,
খুঁজি তাকে হারিয়ে ফেলে,
অশোক ফুলে,পলাশ ফুলে,
কিংবা খুঁজি আমের বোলে,
যদি কোথাও দেখা মেলে!
এই ফাগুনে হারিয়ে গেলে,
সহজে কি দেখা মেলে???
কোথাও রঙের খেলা খেলে,
মন রাঙিয়ে ঘরে এলে,
যখন তখন সাঁঝ-সকালে,
কাজের মাঝেই হারিয়ে গেলে,
ফাগুন আগুন লাগিয়ে দিলে,
স্বপ্ন গুলো মন রাঙালে,
সকল কিছু হারিয়ে ফেলে,
হঠাৎ করেই নিঃস্ব হলে,
বন্ধ মনের দরজা খুলে,
কেউ যদি দেয় প্রদীপ জ্বেলে,
তখন কি আর কাজের ছলে,
পারবো তাকে থাকতে ভুলে?


কুয়াশা


(ফাগুন বিদায় নিয়েছে,কিন্তু সারা বসন্তেই যেন তার উপস্হিতির রেশ রয়ে গেছে।সেই ফাগুনের রেশ ধরেই এই কবিতা।)