চারিদিক শুনশান,
নেই কোনো শব্দ,
প্রশ্নের মিশাইলে
হবে তুমি জব্দ।
টেনশনে ঘেমে নেয়ে
কেন করো ছটফট?
দেখে শুনে জবাবটা
দিয়ে দাও ঝটপট।
ঘাবড়ালে জেনে রেখো
চান্স আর কিছু নাই,
চাকরিটি হয়ে যাবে
সোজা টা-টা-বাই-বাই।
ভয় পেয়ে গুলোলেই
ঠিক জানা উত্তর,
জেনে রেখো কপালেতে
আছে দুখ বিস্তর।
বলি আমি ভাল কথা
মাথা রাখা ঠাণ্ডা,
চাকরিটি হাতাবার
খুব ভাল ফাণ্ডা।
যতটুকু জান তুমি
বলো সব ঠিকঠাক,
জানোনা যে উত্তর
সেইগুলি গেলে যাক।
সরাসরি বলে দাও
জানা নেই উত্তর,
কখনো কি পড়া যায়
সব বই পত্তর??
কথা বলো স্মার্টলি,
ঠিক মতো গুছিয়ে,
ভয়ে যদি তোতলাও
যাবে তুমি পিছিয়ে।
শিরদাঁড়া সোজা রেখে
চোখে চোখ রাখা চাই,
মেঝেতে বা কড়িকাঠে
উত্তর লেখা নাই।
হাত নেড়ে কথা বলা
আজ থেকে ছেড়ে দাও,
সফলতা লিস্টিতে
যদি নাম পেতে চাও।
ভাবছো কি আমি অতি
পণ্ডিত ব্যক্তি???
আসলে তো কথাগুলি
জ্ঞানীদের উক্তি।
পুনরায় মনে করা
বেকারের ভাষাতে,
চাকরিটি হতে পারে
শুধু এই আশাতে।


কুয়াশা