।অপুর সংসার।


(কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে)


অপু তুমি কোথায় গেলে?
খিদদা তুমি কই?
আকাশ কেন থমকে আছে
নেই কেন হইচই!
অপুর পায়ে যে পথ চলা
সে তো অনেক দূর
ষাট বছরের অধিক সময়
জীবন্ত ভরপুর।
সৌমিত্র কিংবা পুলু
কেশনগরের ছেলে
পঁচাশিতে থামিয়ে হাঁটা
কাঁদিয়ে চলে গেলে!


অরি মিত্র