সাঁঝবেলা দেখে ভোলা
বুড়ো এক সাধুকে,
ফিসফাস কত কথা
বলে যায় দাদুকে।
চুলদাড়ি পাকা তার
গোঁফখানা পাকানো,
মিটমিটে দুই চোখে
মধু যেন মাখানো ।
হাত নেড়ে বলে সাধু,
"বৃথা হেথা থাকা রে,
তার চেয়ে বাড়ি ছেড়ে
চলে যা-না পাহাড়ে।
সুখ সেথা কাঁড়ি কাঁড়ি
নেই কোনো চিন্তা,
গলা ছেড়ে গান গেয়ে
চলে যায় দিনটা।"
দাদু বলে, "যাব চলে,
তবে গোটা দশ দিন
রেডি হতে লেগে যাবে--
এটুকু সময় দিন।"
হেনকালে ঠানদিদি
ঝাঁটা নিয়ে বগলে,
ঘরে ঢুকে বাবাজিকে
পেয়ে যান নাগালে।
ঝপাঝপ গোটা দশ
বাবাজিকে হাঁকাতে,
ঠকঠক কাঁপে দাদু
পরানটা বাঁচাতে।
গুনে গুনে আটবার
বৈঠক করিয়ে,
দাদুকে সময় দেন
নিজে নেন জিরিয়ে।
শেষটায় দাদুভাইয়ে
শপথটা করালে,
"নেব নাকো সন্ন্যেস,
যাই থাক কপালে!"