।বকুলকথা।


সময় হারিয়ে গেছে, তবু সেই সে
বকুলগাছ আজও জেগে আছে।
জেগে আছে দিগন্তপ্রসারী মাঠ, পিয়ালের বন--
যেখানে হারিয়েছিল মন।


ফিরে গেলে ঠাঁই দেবে সেই তরুমূল,
আঁচল উজাড় করে দেবে তার ফুল।
চুলের সুবাসে ফের মাতোয়ারা মন--
চারিদিকে পথঘাট বড়ো নির্জন!


।অরি মিত্র।