বুঝলে দাদা,
আমি এখন ঘুমিয়ে কাদা।
বুঝলে দিদি,
পড়ছি আবার এবিসিডি।
বুঝলে ভাই,
বিগড়ে আছে মেজাজটাই।
বুঝলে বোন,
ছাড়তে মানা ঘরের কোণ।
বুঝলে কাকা,
বন্ধ এখন হাঁকাডাকা।
বুঝলে কাকি,
নাইবা গেলে এবার টাকি।
বুঝলে মেসো,
ছ’মাস গেলে তবেই এসো।
বুঝলে মাসি,
সবার মুখে বন্ধ হাসি।
বুঝলে বাবা,
ভাঁড়ারে ফুরোচ্ছে খাবার।
বুঝলে মা,
বাইরে কোথাও যাচ্ছি না।