।এই তো সময়।


এই তো সময় হাত বাড়ানোর
এই তো সময় বন্ধু চেনার
এই তো সময় দুর্গ গড়ার
এই তো সময় পরিখা টানার!


এই তো সময় খেতমজুরের
এই তো সময় হাড়হাভাতের
এই তো সময় কুলি-কামিনের
এই তো সময় নাট্যকারের!


এই তো সময় ছবি-আঁকিয়ের
এই তো সময় কবিতাপ্রেমীর
এই তো সময় গল্পকারের
এই তো সময় হাতুড়ি-ছেনির!


এই তো সময় রহিম রামের
এই তো সময় আব্রাহামের
এই তো সময় হাট-বাজারের
এই তো সময় শহর-গ্রামের!


এই তো সময় হাত বাড়ানোর
এই তো সময় শত্রু চেনার
এই তো সময় ঘুরে দাঁড়ানোর
এই তো সময় হার না মানার!


অরি মিত্র