।হারান মাঝি আর নেই।


পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি, ছড়াকার, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও 'ক্রন্দসী' সাহিত্য পত্রিকার সম্পাদক সনৎ বসু গত 28 অগাস্ট শুক্রবার মাঝরাতে তাঁর বেলঘরিয়ার বাড়িতে হৃদরোগে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর।


সনৎদার খুব চমৎকার ছড়ার হাত ছিল। ছড়া ও কবিতার পাশাপাশি ছোটদের জন্য তিনি অসংখ্য জনপ্রিয় গল্প লিখেছেন। সহজ সরল ভাষায় নানান আঙ্গিকে বিচিত্র বিষয়ের ওপরে লেখা তাঁর অসংখ্য ছড়া ও কবিতা শিশু ও কিশোরদের কাছে খুবই জনপ্রিয়। বড়োদের জন্যও তিনি লিখতেন। তবে তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা শিশুসাহিত্যিক হিসেবেই। স্বনামে লেখার পাশাপাশি, হারান মাঝি ছদ্মনামেও তিনি লিখতেন।  তাঁর প্রয়াণে বাংলা শিশুসাহিত্যের বিরাট ক্ষতি হয়ে গেল।


তাঁর উল্লেখযোগ্য বইগুলি হল 'দুষ্টু মিষ্টি ছড়ায় বৃষ্টি', 'তাতাইদের নতুন বাড়ি', 'হাত বাড়ালেই ছড়া', 'নির্বাচিত হাসির গল্প', 'বাছাই করা শিশুর ছড়া', 'ছাতিম গাছে কাকের বাসা', 'ছোটরা গল্প শোনো', 'জন্মদিনের উপহার', 'ছু মন্তর ছু' প্রভৃতি। শেষের বইটির জন্য তিনি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের শ্রেষ্ঠ ছড়াশিল্পীর পুরস্কার পেয়েছিলেন।


অরি মিত্র