এক চিলতে নদীর উদরে
কাস্তে চাঁদ টেনে যায় বাঁকাচোরা দাগ
আঁধারের বুক চিরে উড়ে যায় বাদুড়ের পাল
বিড়ালের কাঁদুনিতে ভয়ের আভাস!


চাঁদ ডুবে যেতে চায় জলে ঝিকিমিকি
বাঁকাচোরা দাগগুলি ছবি হয়ে যায়;
ছবিতে তোমার মুখ--
তুমি আমি বসে মুখোমুখি!