।কেঁদে যায় পদ্মার দু-ধার।


(বিশিষ্ট কবি অলোকরঞ্জন দাশগুপ্ত-র প্রতি শ্রদ্ধা জানিয়ে)


বৃষ্টি পড়ার মতো তারারাও টুপটাপ ঝরে যান।
ক্রমে ক্রমে পৃথিবী দরিদ্র হতে থাকে।
আমাদের পাঁজর বেয়ে বোবা কান্না নামে;
থেমে যায় যত্নে শেখা যাবতীয় বাক্যের নির্মাণ।
বয়স হলেই যদি চলে যান বরিষ্ঠ কবিরা--
হাত ধরে তবে কারা শেখাবেন কবিতার ভাষা!
অলোকরঞ্জন কবি, জার্মানিতে নিপাট বাঙালি--
আমাদের দিয়েছেন জার্মান কবিতা থেকে কত উপহার!
সেই স্রোত স্তব্ধ হল তাঁর মহাপ্রস্থানের সাথে;
পদ্মার এপার কাঁদে, কেঁদে যায় পদ্মার ওপার।


অরি মিত্র