সরপুঁটি ছিপ হাতে আসছিল ক্যাংলা,
পথে এক ব্যাঙ ছিল, নাম ছিল ব্যাংলা।
ক্যাংলাটা জানত যে, ব্যাংলাটা জাপানি,
ভয়ে তার তক্ষুনি শুরু হল হাঁপানি।
ব্যাংলার ভয় ছিল, ক্যাংলাটা 'তিবেটান',
ব্যাংলাকে না খেলেও, বঁড়শিতে দিবে টান।
ক্যাংলার 'লং জাম্প', 'হাই' মারে ব্যাংলা,
ব্যাংলাটা ব্যাংলাই, ক্যাংলাটা ক্যাংলা!