লিমেরিক  


সময় যেন মানুষখেকো, শকুন কেমন উড়ছে  দ্যাখো!
কী কাজ ওতে--  বরং তুমি ঘুমপাড়ানি পদ্য লেখো।
               মরছে যারা সকাল-বিকাল
               ওদের কথায় ভিজবে না চাল;
তুমি বরং মুড়িয়ে মাথা নানা রঙয়ের নক্সা শেখো!


।অরি মিত্র ।