।মানুষ বলে।


মানুষ বলে, 'চাঁদের দেশে যাব।'
চাঁদ বলে, 'আমি তারার দেশে যাই।'
মানুষ পথে চলে নিরন্তর
চলার পথের কোনও সীমা নাই।
মানুষ বলে, 'কথায় বাঁধি গান।'
পাখি বলে, 'আমি কথা ছাড়াই গাই।'
পাখির কাছে সে গান শিখে নিয়ে
তারও অনেক গানের কথা নাই।
মানুষ বলে, 'ক্লান্ত শরীর, মন।'
নদী বলে, 'ক্লান্তি কেন ভাই?'
দুপুর রোদে নদীতে ডুব দিয়ে
মানুষ বলে, 'ক্লান্তি ভুলে যাই।'
মানুষ বলে, 'বইয়ে আছে জ্ঞান।'
আগুন বলে, 'জ্ঞান মানে তো আলো।'
সকালবেলা সূর্যটাকে দেখে
মানুষ বলে, 'জ্ঞানের শিখা জ্বালো।'


অরি মিত্র