।মৃত্যুঞ্জয়।


একদিন সব কোলাহল থেমে যাবে।
সূর্যাস্তের পরে রাতের আঁধারে
তারাদের অভিসার থামিয়ে দেবে
জলসাঘরের যত নাচগান।
মানুষ মরণশীল-- তাই তার
মৃত্যঞ্জয় হওয়ার শপথ।
সভ্যতার আলো ও আঁধার বেয়ে
মানুষ হেঁটেছে বহু বহুতর পথ;--


মৃত্যঞ্জয় হলে তবে মুক্তি হবে তার!


অরি মিত্র