।নীলকণ্ঠ পাখির খোঁজে।


নীলকণ্ঠ পাখির খোঁজে কতদূর যেতে হয়!
চিরঘুমের দেশ ছাড়া সে পাখি কি বাঁধে না বাসা!
এই শীতে পরিযায়ী পাখিরা যখন
সুদূর সাইবেরিয়া থেকে উড়ে এসে জুড়ে বসে
বাংলার খাল-বিল-দীঘির অগভীর জলে;
খায়-দায়, গান গায়, সন্তানের জন্ম দেয়--
সাঁতরাগাছি, কুলিকের ঝিলে,
কিংবা আরো উত্তরে কোচবিহারের রসিকবিলে;--
তখন গরম চাদর গায়ে, গলায় মাফলার ঢেকে,
আমাদের প্রিয় কথাকার অতীন বন্দ্যোপাধ্যায়


নীলকণ্ঠ পাখির খোঁজে গেলেন কোথায়!


অরি মিত্র