।থামো।


থামো, এবার থামো।
তোমার কথায় ক্রুদ্ধ এখন
শহর থেকে গ্রামও।


কোথায় স্বপ্ন, কোথায়
গেল নীল পরিদের দেশ!
জুয়াড়িদের দাবার চালে
যা ছিল সব শেষ!


থামো, এবার থামো।
নামিও না সবাইকে আর
নিজেই এবার নামো!


।অরি মিত্র।