কবিতার আসর


কবিতার আসর বাজও তুমি
কাব্যের সেই বীণ
তাইতো তোমার কাছে আমরা
করেছি শত ঋণ ।
তোমার বীণের সুরের ধ্বনি
মাতিয়ে তোলে দেশ
কবিতা আসরে যায় যে দেখা
কবির সমাবেশ।
এপাড়- ওপাড় সব পাড়েতে
তোমার ঢেউ খেলে
সেই ঢেউয়ের তালে কবি সম্মেলনে
সবার দেখা মেলে।
কত কবির  শত ভাষা
রাখো তোমার বুকে
জানিয়ে দাও আবার তুমি
দাঁড়াতে হবে রুখে।
কবিতার আসর তুমি যে মোদের
স্বপ্ন সুখের সঙ্গী
তাইতো তোমার হাতে রয়েছি
শত কবিরা বন্দী।।