করোনা, তুই এতো নিষ্ঠুর কেন বলনা ?
অফিস-আদালত, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট সব বন্ধ করে দিয়েছিস
দিয়েছিস আরো হাট-বাজার স্বাধীন পথ চলা।
এভাবে তুই আরো আমাদের কতদিন জ্বালাবি বলনা ?
সেই যে ২০২০ইং সালের প্রথমেই এসেছিস আমাদের মাঝে
আর এসে তো কত সর্বনাশ করেছিস তুই !
কতো বাবা-মাকে সন্তান হারা করেছিস
আবার কতো সন্তানকে রেখেছিস চির এতিম করে।
আর ওরা তোর কারণে, শুধু তোর কারণে
দিনের পর দিন, রাতের পর রাত দু’চোখের জল ফেলছে
অনাহারে, নিদ্রাহীনতায় ঘনসিয়ার নির্মাল্য গাথছে।
নিষ্ঠুর করোনা,
আর কতদিন থাকবি তুই আমাদের মাঝে ?
তোর নির্যাতনে অতিষ্ট এই বিশ্ব
আমরা যে তোকে আর সহ্য করতে পারছিনা।
তুই এবার চলে যা, চলে যা, চলে যা।
আমরা সকলেই জানি, চীন দেশে তোর জন্ম
তবে সেখান থেকেই কেন চলে গেলিনা বলনা ?
চীনের মাটিতেই কেন মৃত্যু হলোনা তোর !
কেন তুই ছড়িয়ে পড়লি দেশ হতে দেশান্তরে !
করোনা, তুই এতো কামুজ কেন ?
আর কতো কাঁদাবি আমাদের ?
কতদিন থাকবো হাত-পা গুটিয়ে ঘরের কোণায় বসে
তুই শুধু একবার ভেবে দেখ
রিকশা চালকের কথা, দিন মুজুরের কথা ?
দিয়েছিস তো সকল কর্মসংস্থান, পথচলা বন্ধ করে
পায়না দুটি টাকা হাতে
অনাহারে পরে থাকে রাত দিন।
আর তুই হাজার হাজার মানুষ খেয়ে তোর ক্ষুধা নিবারণ করিস।
বিধাতা তুমি আমাদের মুক্তি দাও, মুক্তি দাও মুক্তি দাও।
এই নিষ্ঠুর করোনার হাত থেকে রক্ষা করো।
ক্ষমা করে দাও আমাদের জানা অজানা সকল গুনাহ।।