স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে, পাখির ঠোঁটে প্রাণ খুলে গান গাওয়া
এলোমেলো হাওয়া
মুক্ত ঐ বিশাল অন্তরীক্ষে উড়ে উড়ে
দূর দূরান্তে যাওয়া।
স্বাধীনতা মানে, বাউলের হাতের একতারার ঐ সুর
যেখানে চলছে গানের মেলা
খুশিতে মত্ত হয়ে তা- ধী- না- ধীন নাচতে তারা
করছে সুখের খেলা।
স্বাধীনতা মানে, সুবাসে মাখা ফুল- কলিদের হাসি
যেখানে আনন্দের সীমা নাই
তাইতো আজ আমি আপন মনে কাব্যের চাঁদরে বসে
স্বাধীনতার গান লিখে যাই।
স্বাধীনতা মানে, সবুজের দেশে কৃষকের হাতে বোনা সোনার ফসল
জীবন বাঁচার উচ্ছাস
তাদের কাছে থেকে মায়ের ভাষাকে পারবেনা ছিনিয়ে নিতে
রয়েছে হৃদে ডহর বিশ্বাস।
স্বাধীনতা মানে, ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে গড়ানো স্মৃতিসৌধ, শহীদ মিনার,
লাল- সবুজের জয়ের কেতন
ধরেছে বাজি, করেছে রণ, ফিরিয়ে এনেছে মায়ের ভাষা
তারা যে ছিল না অবচেতন।
স্বাধীনতা মানে, ঝাঁউয়ের শাখায় জোঁনাকির জ্বলা আলো
মিটি মিটি চাঁদের হাসি
স্বাধীনতা আরো বাংলার নাট্য, কাব্য, ছড়া, প্রেমের সেই গান
কবি হতে তাই বড়ই ভালবাসি।।