শীতের ছোঁয়া
               মোছা আফরুজা আক্তার
শীতের ছোঁয়া লাগল আমার গায়
প্রিয়র কথা শেষ হতে না হতে
বেলা ফুরিয়ে গেল
মনের কথা ছড়িয়ে এলোমেলো
ঘটেনি তার ইতি
চর্তুরদির দিকে পছে গেল চিঠির ভাষাগুলো।
মন ছুটে যা গগণ পানে
নেইতো কোথায় ঠাঁই
দূর -কাননে বাঁশির সুরে
প্রিয়র কন্ঠ পাই।
কেয়া বনে লুকিয়ে থাকে পাখি
হতাশ হয়ে ডাকি
জোঁয়ার ভাঁটার টানে
প্রাণের কথা জানে  
শীতের ছোঁয়া লাগল আমার গায়
প্রিয়র কথা শেষ হলোনা হায় !
রৌদ্র নিয়ে রবি এলে
শীতের যাওয়ার পালা
মনের সুখে গাঁথবো সাড়াবেলা
চিঠির ভাষাগুলি, শাপলা- কমল তুলি
ছুটবো একা যেখানে খুশি বাধা দিবার নাই
শীতের ওপারে দাঁড়িয়ে যেন প্রিয়র দেখা পাই। (সেংক্ষিপ্ত)