শিরার কাছে ধমনীর অপ্রাণ চেষ্টার কায়িক ফল
ভালোবাসার যতি মরুভূমির বেদুইনের উর্বরতা।
মরিচিকা সেই উনুনের অনলে ভেজাতে পারেনি
সবটুকু এলেবেলে তেজরতি নিয়েই বেদুইন মত্ত।
সাইক্লোন আয়লা হারিকেন তিশি দিয়েছে যত্নে
বেদুইনের হাতে বড় বড় করবীফুল লাল লাল।
মরুভূমির মায়াভ্রমে করবীফুল মাঝেসাঝে নীল
লু হাওয়ায় লাল রঙ ধুয়ে মুছেই কটকট করছে।
লালে-নীলে নীলাক্ত সরোবর  করবী ই প্রসব করে
ধূম্রক মাদক মেখে বেদুইন আরো গভীরতা খুঁজে।
মরুভূমির কালো আলোয় বেদুইন  তটস্থ হয়নি
আকুপাকু করে বেদুইন শেষে শুধু আবেশ লালে।
উড়ে ঘুরে ফিরে চড়ে হারিয়েছে তপ্ত ডানা নীল
করবীফুল রক্তিম লালা নিয়ে হাসছে খুব হাসছে।



২৮.০৪.১৯
বনানী