চাতালে বসেছি মেঘ দুপুরে ক্ষণিকের উঁকিতে কি হবে
চৌকাঠ পেরোলে মুক্তি মানবি মায়াবী বাধনে নিবিষ্ট।
ক্ষরণ যখন মানব কোন্দলে আশায় আশায় ধমনীর
পা'য়ের পাতায় সর্ষের ফুলের রেণুর তখন প্রণয় সাজ।
চাতাল মাতাল ল্যাংচু শুয়েই ভ্যাংচি কাটছে কনুই এ
বরাবরি হবে এমন শ্যাতানো ন্যাতানো অঞ্জলি ধ্যান।
তটস্থ মানবিক অন্দর কৌতুক প্রহেলিকা ম্রিয় প্রায়
আমের আঁটির গুণেই ভিক্টোরিয়া মোনালিসা শূন্যের।
মেঘ দুপুরে চাতালে বসেছে ক্ষণিকে আমারি সে লতা
তাঁর ক্ষরতায় তাঁর কেবল দূঃখ পাচ্ছে কুটিকুটি আমি।


২৭.০৪.১৯
বনানী