ঝুলন্ত বাসের হ্যান্ডেল মজবুত করে
কামিনি দাঁড়িয়ে জুড়েছে সমান বুক।
মাংস পোড়ার গন্ধের সুবাস বড্ড লাগে
বাতাসা মরিচের ঝালের আঁচড় তলানিতে।
সূর্যদা আগেই ছিঁড়েছে প্যান্টের পকেট
চড়ুইটা নেহাত আছেন বলেই রক্ষে।
উদ্ধিগ্নে  জোরেই হাঁকছে করবি ফুল
ফুলেরা বাসর সাজিয়েছ বকুল গন্ধে।
চাঁদের কোলের কাছেই দেখছি আমি
আমার খুবই খুবই অদ্ভুত করে হাসি পাচ্ছে।


২৬.০৪.১৯
আফতাবনগর