আজন্ম পাপের প্রায়শ্চিত্ত
চষে বেড়াই প্রতিক্ষণ
তবুও কি যাবে না বলা?
শোধ প্রতিশোধ নিতেই
মিথ্যে অবিচার আর অন্যায় সমেত ;
অহংকারের বিচি ফুটে
তরতর করে বেড়ে ওঠা মগডাল
সড়াৎ করে ভেঙে যায়
অদৃষ্ট সাইক্লোন ফনীর আঘাতে!


জনজীবনে বেড়ে উঠা সফেদ জল্লাদ
হুংকার শুনাও মধুর সুরে,
কতটা ক্ষত বিক্ষত এ হ্নদয়
খবর নেওয়ার সময় নেই জানি
ধৈর্য্যটাই আছে কেবল সম্বল।


নিরব দুঃখের নীমিলিত পরিস্ফুটন
এক ঝাক ধৈর্যের উৎসব,
তাওতো দাও দেখা স্বপনে !
অনেক বাধা ডিঙিয়ে
আঁকাবাঁকা বন্ধুর পথ মাড়িয়ে.....


এভাবেই যাবো এগিয়ে
পাবো কি পাবো না
আশাহতের বায়না না
দিলেম ছুটি নির্জনে
থাকো সবে অতি আপনে
সবাই-ই আপন নয়
নয়া ছোপ নয়া সংশয়
আপনেও আপন হলো না
কাছের হলো দূর ঠিকানা....!!!


৫ মে, ২০১৯
কাওলার, ঢাকা