আমি আর কিছুই হতে চাই না,
কেবল মৃত্যুপথযাত্রী হতে চাই!
পাওয়া না পাওয়ার দোলাচলে...
বেশ পেয়েছি ওগো;
দোয়া মাঙ্গি হে প্রভু
ক্ষমা করো এ পাপজনে,
নয়ন বুজিলু বলে
রিক্ত মনে সিক্ত জলে
চষে বেড়াই দুঃখজনে।
আর কি পাবো রে ক্ষন?
ঘনিয়ে আসিছেরে ঐ
পেরেছি কি ভূবনেরে দিতে
পৃথিবী যা চেয়েছিল নিতে?
তাবৎ প্রাণীকুল কাদবে কি
মোর সাঙ্গ নায়ে!
বিভেদ মুছে কবে যে হয়
অজস্র ক্ষন হচ্ছে ক্ষয়,
পাপ আর পূণ্যে বাড়ছে ফারাক!
ক্ষমা চাই হে প্রভু
ক্ষমা চাই জগত সংসার;
ঢের পেয়েছি প্রফুল্ল মনে
তৃপ্ত করেছো এ জীবজনে,
শুকরিয়া জানাই এবাদতে মজি
এবার নাও নিয়ে মৃত্যু কোলে,
কিছুই চাই না আমি এ ভবের তরে
মৃত্যুটাই কেবল চাই ঈমানদার হালে....


১০ ফেব্রুয়ারী, ২০২০
কাওলার, ঢাকা