ঝর্ণার শীতল পরশে
তোকে খুঁজে পেয়েছি
বিশ্বাস করবি কি তুই?
তোর সেই প্রথম চাহুনি
তোর সেই প্রথম হাসিটা...


ঝর্ণার শীতল জল বেয়ে যায়
আর তোর ঐ পরশ মনে পড়ে,
সেদিনের কথা তোর মনে আছে কি?
শিরা ধমনীর চর্বিটাও জমে হিম
এ বরফ গলেছে কদিনে জানিস?
কত-শত হাসির ফুলকিতে
নিভুনিভু আলোয় জানালার ধারের
সেই রাতজাগা কিশোরী তুই,
নীমিলিত পুবাকাশে আলোক শিখার চুম্বনে
শত প্রহর অপেক্ষার জাল বুনেছিস ;
সাহস করে শীতল হাতটা ধরেছিলি
বরফ সেদিন গলেছিল বৈকি!
ঠান্ডা হওয়ার সুযোগ পায়নি ;
ঝর্ণার আদুরে জলসূধায়
স্খলিত উত্তাপের ইতি টেনেছি...!


১৬ নভেম্বর, ২০১৯
রিসাং ঝর্ণা, খাগড়াছড়ি