আপন পৃথিবী ছেড়ে একা
চলে এসেছি বহুদূর...
চোখের সীমানা ছাড়িয়ে
মনের বাধন খুলে,
কেবলই ছুটি নির্জনে
ভালবাসাহীন বৈরীতা!
নিয়মনীতি ত্যাগ করে
আবেগের বৃত্ত ডিঙিয়ে
স্বপ্ন ছোয়ায় শীতলতা,
তবুও রয়েছি বেশ
হিমেল বাতাসেও ফুরফুরে।
একবার এসে নেবে কি খবর?
মনের ঔ ছোট্ট কোঠরে
কোন সে হাওয়া বয়
ধমনী শিরায় কোন সে কনিকার স্রোত!
বাস্তব এতো রূঢ় কেন
ভালোবাসাহীন মিছে কাঙালের জোট
তিলে তিলে নিয়েছে ক্ষয়ে
অসহায়ের বুলি তুলে
নিত্য চালিয়েছে খড়ক...!
নির্বোধ প্রেম জমেছিল বেশ
দূর্বলতাকে পুজি করে,
কেটেছে ভ্রম এনেছে গতি
স্বস্তির সঞ্চারে....


১৮ ডিসেম্বর, ২০১৯
কাওলার, ঢাকা