আমি এক অক্ষম অবাধ্য ছেলে
বাবার মৃত্যুর কফিনের পাশে
দাঁড়ানোর অধিকার
হারিয়েছি নাকি সেই কবে!


আমার মৃত্যুর সময় পাশে থেকো বাবা
চির ঘুমের দেশে পারি জমানোর যাত্রায়
তোমার হাতের স্পর্শটা আলতো করে
গালে ছুয়ে দিও,
কফিনের ভেতর খারাপ এ ছেলের পাশে
কিছুক্ষণ দাঁড়িয়ো,
আমার এ দু'বন্ধ আঁখি দেখে
দু'ফোটা চোখের জল ফেলো;
আমার অন্তিম বিদায়ে তোমার এ আবেগ
স্বর্গে নেবে আমায় হয়তো ;
বাবা, আমার বাবা
ভুলগুলি সব দিও করে ক্ষমা!


মৃত্যু শয্যায় পরশ পেতে চাই মা তোমার
শত রাগ শত অভিমান হয়ত তলিয়ে যাবে,
সেদিনই মাফ পাবো হয়ত....!
তোমার ঐ আদরমাখা কোলের এই বাবুটা
ঘুমিয়ে যাবে অন্ধকার মাটির গহিনে ;
শেষবারের মত একবার জড়িয়ে ধরবে কি মা?
কতদিন অনাদরে রেখেছো আমায়
অবহেলায় কেটেছে অসহনীয় ক্ষন ;
কতরাত না ঘুমে কাটিয়েছি সেটি কি জানো মা,
আজ এই শেষ বেলায় কপালে দেবে কি
একটি চুমু.....!!!


১৯ মে, ২০১৯
কাওলার, ঢাকা