চলে যাবো একদিন ঐ অন্তিমে
কেউ রবে না পাশে,
শেষবারের মতো মসজিদের মাইকে
এলার্ন হবে আমার নাম!
শিউরে উঠা কতক হ্নদয়ের ক্ষেতে
কান্নার হবে চাষ,
জানাজার আগে হ্নদয় বিদারী আবেদন
জান্নাতুল ফেরদাউস এর আবদার;
খাটিয়া নিয়ে গোরস্তানের পথে...
একেলা অন্ধকার মাটির গহিনে
আমায় ফেলে চলে যাবে সবে।
কোন আওয়াজ নেই
জঞ্জাল প্রতিবাদ অভিমান কিছুই নেই,
আমার তরে জমে থাকা যত রাগ
হয়তো যাবে মুছে করুণার জলে,
আরতো পাবে না আমায়
হয়তো অনেক খারাপ মানুষ ছিলেম
হয়তো নগন্যের বেশে
হয়তো অতৃপ্ত বাসনার খোটায়;
নয়তো ভালোবাসার চতুর্দেয়ালে
মায়াময় আবহের ভাজে
গোপন প্রেমের লুপ্ত আকুতি
আরতো ফিরবো না কোনদিন
আরতো জ্বালাতনে থাকবোনা আমি
কষ্ট আর আঘাতের কারন হবো না;
পারলে ক্ষমা করো...!
পারলে ফরিয়াদ করো আল্লাহর দরবারে
আমিতো ছিলেম অতি নগন্য এক অতিথি
রেখে গেলাম সবি,
জানিনে কতটা পেরেছি তোমার রাস্তায়
কতটা বিনিয়োগ আমার ছিলো
আমল আখলাকের শেষ বিচারে
আমায় পার করো আল্লাহ!!!
হে নবী হে রাসুল
সুপারিশ নসীবে রেখো মোরে,
আমিতো এসেছি চলে তোমার হেফাজতে
আজ আমি কেবলই লাশ
অন্তিমের যাত্রী....
মাটিতে এসেছি যাচ্ছি মাটিতে
আমায় গ্রহণ করো!!!


১৫ ডিসেম্বর, ২০১৯
কাওলার, ঢাকা