নিরবে আর দুঃখ পুষে রাখি না,
অতি আপন হয়ে যায় যখন দুঃখগুলো
সঙ্গী হয়ে যায় যখন নিত্যদিনের
লুকাবো কি করে তখন?
বড় বেশী ভালবেসে ফেলেছি এই দুঃখটারে,
অবজ্ঞা আর অবহেলার দোলাচলে
কিছুই আর ভাবনার খোরাক হয়ে উঠে না,
বুঝেই ফেলেছি যখন এ আমার নিয়তি
মেনে না নিয়ে উপায় কি?
কিশোর বালকের নব্য প্রেমের আবাহনে
কোমল কিশোরী মেয়ের অপেক্ষায় থাকা
নির্বাক অলিখিত সীমাহীন ধৈর্য্য আছে কি আর?
অবোধ ছেলের পিতাপ্রীতি আর মাতাভক্তি
সেতো গেছে চলে সেই কবে!
যবে জেনেছি আমি আর নাকি আমি নেই;
নিজের অন্তরাত্মায় দেখেছি নিজেরে
পরিবর্তনহীন আমি দাঁড়িয়ে রয়েছি ঠায়,
যাচাই করে পরখে রেখেছি কিছুকাল,
আবারও ফিরেছি নিজেতে...।
কষ্টগুলি আজ দেয় না দোলা,
তাইতো রয়েছি কষ্টের হয়ে
আপন আনন্দালয়ে...


মার্চ ১৭, ২০১৯
কাওলার, ঢাকা