স্বপনে ভরে ছিল এ মন!
আশার মেলায় শিরা উপশিরা
আনন্দ যজ্ঞে তোমারই প্রতিমা শুধু
আয়োজনের যতসব প্রস্তুতি;
পুজোর মাল্য দানে ক্ষীন পথ বাকি.....
এই অবেলায় জানালে তুমি
আর পারছি না সখা !!


কতটা সুখ রেখেছি গেথে
খা খা এ বুকে নেবো জড়িয়ে
শান্তির পরশ বুলিয়ে.....!


বাঁধভাঙ্গা উচ্ছাস নিমিষে গেল ভেস্তে
নিভু নিভু বিশ্বাসের শেষ আলোটুকু
অন্ধকারে ডুবালে মোরে
অপেক্ষার অন্তে বিষাদী অন্তর!!


৩ জুলাই, ২০১৩
নিকুঞ্জ -২, ঢাকা