এইভাবেই গ্রাস করে আমায়
শুন্যতা !!!
অযুত নিযুত বছরের একাকীত্ব
এ এক শব্দহীন কোলাহল,
ইট কংক্রিটের শহরে
ধুধু বালুময় জনহীন দ্বীপ,
আছে সবাই, পাশে নেই
হাহাকার আপন শৃঙখলে !!!


মূক আর বধিরের অভিনয়
আর কতো এভাবে যায় চলা,
গন্তব্যহীন নিরন্তর শোক প্রবাহ,
অন্তিমদশা নিত্য ছুয়ে যায়
হারিয়ে যায় নিমিষেই আশা গুচ্ছ...


তুলে কি নেবে আমায়?
নিদারুণ নিরাগ্রহ করেছে নিষ্ঠুর
অপেশাদার দায়িত্বহীন অভিভাবকত্ব ;
খুব বেশী অসময় বড় অবেলায়
ডাক পড়ে যাবে হয়তো!
রয়ে যাবো একা নিথর
এই নির্জন বিবেকশূন্য কারাগারে,
আমিও চেয়ে রবো
অন্তিম ডাকের অপেক্ষায়....


২৩ মে, ২০১৯
কাওলার, ঢাকা