কতদিনইবা বেচে থাকবো বলো
চোখের পানিটা কেন জানি
আটকাতে পারি না
হঠাৎ করেই কেমনে জানি ঝরে পড়ে
বড় একটা নিঃশ্বাস ফেলে ভাবতে থাকি
আচ্ছা, আমি এতো একা কেন
কেউ কি নেই আমার
বুকের ভেতর কুটকুট করতে থাকে
মুখটা বন্ধ রেখে চিৎকার করে
কাদতে মন চায় আমার....


কতদিনই আর রবো বেচে
এতটুকুন আনন্দ কি দিয়েছো আমায়
দিয়েছো কি প্রাণখুলে হাসতে
যতবার চেয়েছি কাছে যেতে
তারচেয়েও বেশী দূরে ঠেলে দিয়েছো
কতবার আপন হতে চেয়েছি
ভাবতে পারো।


দূর দূর করে তাড়িয়ে দিয়েছো
একের পর এক কষ্ট গুলো
স্তুপ হয়ে গেছে
আর কতো সহ্যের পরীক্ষা দিবো আমি
আর কত কাদলে আপন হওয়া যাবে!


কেউ কি বলতে পারো
আর কতদিন বেচে থাকবো আমি


বেচে থাকার অদম্য ইচ্ছেটাই গেছে চলে
কি লাভ এ অক্লান্ত শ্রমের
এ শান শওকতের কি মানে
যাকে জয় করতে চেয়েছি আমি
যে স্বপ্ন আমায় শক্তি জোগায়
যার তরে হাটি ঐ বন্ধুর পথ
তাকে জয় করেই কি হারালাম সব!


অর্থের কাছেই পরাজিত আমি
যার স্পর্শে ধন্য হতে চেয়েছি
তাকে পেয়েই শূন্য আমি
এই টাকাই তাদের কাছে ডেকেছে
টাকাই তাদের রেখেছে দূরে
যারা রয়েছে পাশে টাকার গন্ধ শুকে
তারাও যাবে হয়ত সময়ের বাধন খুলে
মিছে মায়ায় হয়েছি কেবল একা
এই আমি শুধুই একা....


১ জানুয়ারী, ২০১৯
কাওলার, ঢাকা