অনেক কিছু হারাবার আছে,
হারাবার থাকে অনেক, নিরবে...
হাসি আর কান্নার ফাঁকে
চলে যায় মিশে যায়
হ্নদয়ের অব্যক্ত বাসনা,
আশার ছলে উবে যায়
স্বার্থপর ক্ষনের মৃদু স্বাদ,
তবুও চলে ধায় জীবন নদী
ছলনার বাহুডোরে!
আকড়ানোর রেশ ম্লান হয়
অর্থের কাছে ব্যর্থ সাজে,
বাস্তুচ্যুত স্বপ্নে ধুসর কালিকা
হয়রান আর দ্রুতি সবের তরে 'ও'
জীবন যন্ত্র মিছে হয়
অপ্রাপ্তির হাহাকার আর স্বস্তির হুংকার!!


রঙ্গীণ স্বপ্নের তালে
সে রয়ে যায় এক কোণে
ভাবনার ছায়াতলে স্মৃতির জানালায়...


২০ ফেব্রুয়ারী, ২০১৪
নিকুঞ্জ-২, ক্ষিলখেত