তুমি কি আজও স্বপ্ন দেখো মা?
স্বপ্নের খোঁজে স্থানান্তরিত দেহ মন;
তবুও স্বপ্ন দেখি!
স্বপ্নের তরেই বেচে আছি
তোমার স্বপ্ন পূরণ করবো বলে,
নির্ঘুম রাত কেটেছে অসহনীয় চাপে
শুধু তুমি হাসবে বলে মা
নিজের বলে রাখিনি কিছু মনে!


তুমি কি আজও স্বপ্ন দেখো মা??
অযতনে পড়ে থাকা মনের গহিন কোনে
ঠায় দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধ হাওয়া
স্পর্শ পাওয়ার স্বপ্ন বিলাসে মত্ত
ঘুম কাতুরে এই আমি...
এই আমি জেগে রয়েছি কত শত প্রহর,
নীমিলিত চোখে আরেকটু চেয়ে থাকি মা!
আদুরে বাবুর তুলতুলে শরীরে
যেভাবে যতনে দিয়েছো পরশ বুলিয়ে।


অনেকতো হলো, এবার স্বপ্ন বাস্তবায়নতা দেখো
সহস্র বেদনার তীরে এক চিলতে হাসি
কেমন করে কিভাবে জুড়ায় প্রাণ
তুমি তা আজও জানলে না,
এই খোকার প্রেমটা তোমার প্রাপ্য ছিলো!
প্রতিদান পারবো না দিতে
আমিতো গরীব অতি নগন্য,
ভালোবাসা বুনে রেখেছি
উজাড়ের প্রতীক্ষায়...


কেবল স্বপ্ন দেখে গেলে
পূর্ণতা খুঁজে নিলে না!!!


তুমি কি আজও স্বপ্ন দেখো মা???
চোখ খোলা স্বপ্ন আজ চোখ বুজিলেও আসে না
বাজে না সুর মনের বীণায়;
কি এক অদ্ভুত সময়, আর পাপিষ্ঠ সঙ্গ
ভুতুড়ে করেছে সুমিষ্ট স্বাদ!


জুন ২৮, ২০১৯
নিকুঞ্জ -২