এসেছে, ও এসেছে আজ
মাথায় দিয়ে রঙিন তাজ!
ধরায় ধরেছে রূপের আগুন
আজি তবে পহেলা ফাগুন!!


আনন্দে মাতি তব উল্লাসে গাই
এদিক ওদিক পানে কেন নাহি চাই,
ধিক্কার দেই মোরে পিছুর সময়
ভ্রম গেছে পাল্টে, হই তন্ময়।


নষ্টার কাছে নষ্ট হয়ে
সময়ের বলী কষ্ট পেয়ে,
হেটে যায় শব্দময় নতুনেরে
ভন্ডের কাছে সভ্য গেছে হেরে।


বসন্ত এসে গেছে বলে সবি কি মাফ
দুঃখগুলি কি সব ধুয়েমুছে সাফ,
গহীন মনে আজো ধুকধুক করে
সেই সুদূর আজো নিকট অতীত, অন্তরে...!
শ্রদ্ধা করি বলে ভেবো না
কষ্টের জ্বালাগুলি আর পোড়ায় না,
মিথ্যের সংশ্রবে মাতওয়ারা দেহভুম
অপেক্ষায় আছি কবে আসবে শান্তির ঘুম......


১৩ ফেব্রুয়ারী, ২০২০
কাওলার, ঢাকা