কি বিচিত্র এ মানব বসতি
অদ্ভুত এর মানুষগুলো,
আপন আর পর নেই
সবাই স্বার্থপর!
ক্ষণিক এ আবাসের তরে রচি
মিথ্যে আর অহংবোধ;
চলেইতো যাবো
নিতে পারবো কি কিছু?
মনের আবডালে একটাই আবদার
ভালোবাসা দাও, বেসে যাও
উজাড় করে নাও যত পারো!
প্রেম আছে বলেই অভিমান হয়
পর আছে বলেই আপন রয়।
গোপনে গজে স্নেহ আর শ্রদ্ধাধান
পাওয়া না পাওয়া আর প্রতিদান;
অভিমান অন্তে আবারো কাছে আসি
স্বপ্ন বুনি প্রেমময় ভালোবাসার খুনসুটি
এটাই প্রেম, বনেদী ভালোবাসা।
হিসেবের খাতা শূন্য রয় পড়ে,
একদিনতো চলেই যাবো...!
কয়েক প্রহর হয়ত কাঁদবে
কাঁদবে এ পৃথিবী জগত সংসার;
নূতনে মিলবে সবি
নূতন আবাসে নব্য অভিমানে.....!


৩ জানুয়ারী, ২০২০
কাওলার, ঢাকা