তুমি চাওনি বলে আমি আসিনি
অভিমানে দূরে থেকে অনেকটা দূরে,
তোমার চাওয়ার গণ্ডি পেরিয়ে
আড়ালে থেকে নয়ন জুড়িয়েছি;
বাম বুকের ব্যথা নিয়ে কেটেছে প্রহর!
তোমাকে জ্বালানোর ভয়ে নিজে জ্বলেছি
মনের ভালবাসা যতনে রেখেছি পুষে,
দোষের বানে জড়াইনি কভু!!
লুকোনো যন্ত্রনার বাঁধ ভেঙ্গে
সহ্যের মহানতার সীমানা ডিঙ্গিয়ে
হয়নি বলা আজও...
তোমায় ভালবাসি!!!


এভাবেই কেটে যাবে হয়তো
অযুত নিযুত পথের বাকে,
কাছে পাবো নিশ্চয়ই, আপন বলে;
বন্ধনের বন্ধনে তুমি।
হতে চেয়েও পারিনি হয়তো
কাছে থেকেও ঢের দূরে
সীমানা গেড়েছি নীতির সাথে...
আজন্ম বিপ্লবী আমি তোমারি মতন
রক্তের ধারা বয় তোমারি!
বিজয় টা তোমারি হোক
আমি না হয় গেলাম হেরে
সন্তান বলে, কষ্টের লোনা জলে.....


২১ ফেব্রুয়ারী,  ২০১৪
কাওলার, ঢাকা