তোমার কাছে এসেছি আমি
উত্তাল সাগরের নীল জল পেড়িয়ে;
শুনেছি একা জনপদে বিচ্ছিন্ন তুমি
নিজেরে সাজিয়েছো আমায় আনন্দ দেবে বলে
সর্বস্ব উজাড় করে বিলিয়ে
নিজেতে রয়েছো লুকায়ে....
সেন্টমার্টিন, তুমি কি আমার মতই একা
তুমিও কি নিরবে কাদো
জলরাশির আছড়ে পড়া আঘাতে
বিক্ষত হ্নদয়ে কি করে হাসো তুমি
কি করে এতো উদ্দোমী সাজো
চির যৌবনার সবটুকু রস
কেবলই সঁপেছো এই আমাতে
কি পেয়েছো নিজে
বৈরীতা সঙ্গী করে চলেছো পথ
আশাহীন ব্যঞ্জনা পুজি করে!
ঢেউয়ের এই গর্জন কে শুনে তোমার
তুমি কি রাগো, নাকি শুনাও মধুর সুর,
আমিতো কান পেতে শুনছি
নিথর এই রাতে তোমার পাড়ে
একাকীত্বের কান্না যপে চলেছো নিরন্তর,
কেউ বুঝেনি এ কান্নার মানে
কেউ আসেনি তোমার কাছে এ চন্দ্রালো নিশিতে
সবাই ঘুমে আচ্ছন্ন, ক্লান্ত শরীর নুয়েছে কেবল;
আমি শুনতে এসেছি তোমার কষ্ট
একাকীত্বের করাঘাতে কতটা পিষ্ট তুমি
কেমনে সহ তুমি নির্বাক অভিমানে,
আমিও তোমারই মতন পথ চলেছি একা
তাবৎ দুনিয়ার সব ছেড়ে
অসীম সমুদ্রের অগাধ জলরাশি
তোমায় ফেলে রেখেছে একাকীত্বের পাথারে!
এত জল এত সম্পদ এত বিশালতা
তবুও কত নিষ্ঠুর অপেশাদার
আগলে রাখার ভানে করেছে সমাজচ্যুত ;
হয়ত এ নিশিতে আছি তোমার সনে
করছি বাকানুবাদ, চলে যাবো খুব শীঘ্রই
হয়ত ফিরবো কোন দিন, হয়ত না
যে মায়ায় বাধলে তুমি, ছেড়ে আসবো হয়ত
একাকীত্বের গান শুনতে, বেদনার মালা বদলাতে
আওড়াতে আমার যন্ত্রণার পেখমগুলি
তুমিই কেবল সঙ্গী হবে ভেবে....


১৭ জানুয়ারী, ২০১৯
সেন্টমার্টিন, কক্সবাজার