আর কতকাল জীবন পেলে হবে খুশি
কতটা পথ পেরুলে পাবে দেখা
অস্পষ্ট বেদিতে অগোছালো সুখের মেলা
স্বপ্নভ্রমে উৎপেতে রয় খাড়া কান
এই বুঝি পেয়ে গেলে
এইতো এসেছে সব, যপে দিয়ে পদতলে
হাস্যোমাল্যে এগিয়ে দেখো, ....সব ফাকা
তবুও স্বপ্ন টিকে রয়, ঐ পথে.....


কেবলই নীতিস্খলন হয় এই অভাগায়
স্বপ্নরথে নয়, চাক্ষুসের রেখাগুলিও
ঢেকে রয় ধূসর নীলিমায়...
আপনকেই আপনি ভেবে
দিয়েছিতো উজাড় করে
রাখিনিতো আক্ষেপ;
তবুও রয়েছি দূরে অপর হয়ে
আপন হওয়ার প্রতিক্ষায়....!


পদলেহনে নয়, করেছি পদদলিত
নির্বাক থেকেও করেছি গর্জন
যুদ্ধের ঘোষণা দিয়েছি আপন মনে....!
শুনতে কি পাচ্ছো হে বধির?
দেখতে কি পাও তুমি
নাকি পড়েছো কাঠের চশমা;
স্ববাক মুখ কেন থাকে চুপ
মুখ থেকেও কেন তুমি মূক!
হয়ত সব শেষ হবে একদিন
মিলেমিশে জল হবে প্রবাহিত
একাকার হয়ে যাবে সব সুখ দুখ
হয়ত তুমি আর রবে না....


কি এক কষ্টের জ্বালা নিয়ে বুকে
নিত্য করি ক্রন্দন;
তবুও কি হায় কাছে ফিরে আয়
ক্রোধকে দিয়ে বিদায়,
এ জনমে নয় পরজনমে
হয়ত প্রাণোচ্ছল প্রেমে.....!


ডিসেম্বর ২৫, ২০১৮
কাওলার, ঢাকা