কিসে লাভ হলো রে বোকা
কান পড়ায় কেবলই ধোকা,
ভালবাসাই যদি দিবেরে ধন
কেন করিছু মিছে পন,
আসিছে পোকা ভনভন...
দূরে রাখো তাহাদেরই কারন
আমি যে তোমায় করিবো বারন;


রাখিলে দূরে মোরে
পাবে যে জোরেসোরে,
সম্পদ দিয়া লম্পট
সারিয়াই হবে চম্পট!


সম্পদ লোভী তোমার পাশে
ভালবাসে, মিটি হাসে,
ওরে গর্দভ, ওরে শিশু
রহিবে কি আর তোমার পিছু?
দিলে সব লিখিয়া....!!


অপেক্ষার ক্ষন করে কম্পন,
কম্পনে উদিত হয় ভঙ্গুর অঙ্কুর;
সে দায় তবে কার !
সে দায় তবে নয় আমার ...


৬ মে, ২০১৯
কাওলার,  ঢাকা