দুঃখের সংসারে জন্ম নিয়ে
নামটাও পেয়েছিলাম দুখু!
ছোট বেলায় আগ্রহ ছিল অঢেল
কেন রাখা হয়েছিল নামটি মোর;
অর্থ বুঝি এখন হাড়েহাড়ে...
বুক ভরা বেদনা আর কষ্টের সাথে পাঞ্জা
যাতনা নিয়ে যার বসবাস,
হতাশার ধুম্রতা যাকে নিত্য পীড়া দেয়
দুখু বিনে কি নাম হতে পারে আর?


ভেবেছিলাম দুঃখ সরিয়ে সুখ কিনে নিবো,
সুখের সখ্যতায় হাসির বারুতায়
জীবন খুঁজে নেবে আপন ঠিকানা;
সুখ কি আর টাকা দিয়ে যায় কেনা?
দুঃখের বাজারে সুখটা যে অনেক বড় দামী...!


কত দামী, কিসে সন্তুষ্টি? উত্তর আসেনি
নিরব চাপা দুঃখে বুকফাটা বোবা আর্তনাদ
দ্বারেদ্বারে ঘুরেছি জবাব মেলেনি...
ফেলনার মত ফেলে দিয়েছো আস্তাকুঁড়ে
একবারও ভেবে দেখোনি ভালবাসা আমিও পাই
নিজের প্রাপ্যতা যাচাই অন্যায়তো নয়!
সুখতো কেবল তোমাদের নয়,
আমারও তো লাগে কিছু.....


৬ মে, ২০১৯
কাওলার, ঢাকা