এইভাবেই হয়ত কেটে যায় সময়
যেতে হয় বলে সময়কে নিরন্তর...
খেয়াল বেখেয়ালে কত স্মৃতি
বিস্মৃতির মোড়কে ঢাকা পড়ে।
আপন মনের পাতা উলটিয়ে দেখি
অশ্রু বিনা কি আর ঝরে !
স্মৃতি সেতো কেবলই কষ্টের,
কষ্টের দাগগুলিই কেবল তার দখলে
হাতড়িয়ে বেড়ায় কষ্টের আঙ্গিনায়
কষ্ট পেয়ে সুখ লাভের ব্যর্থ অভিযান;
কি পেলাম আর কি পেলাম না
তা খুঁচিয়ে জীবনের অবসর কাটে।
সময়ের স্রোতে সময় চলে যায়,
পড়ে থাকি সময়ের পলিতে একাকীত্বের চরে,
আবার ভেঙ্গে যায় সে চর সময়ের প্রয়োজনে!
সময়ের আবর্তে চর হারিয়ে যায়
গহীণ নদীতে ছলছলিয়ে ......।।


৩০ জানুয়ারী, ২০১৬
নিকুঞ্জ -২, ঢাকা